আবার যুদ্ধ হলে
গুপ্তচর হব
হাসিমুখে যাবো শত্রুর ডেরায়!
আবার যুদ্ধ হলে
চিন্তার অতি তুচ্ছ জায়গায় রাখবো মৃত্যুর মত সর্বনাশের ভয়
হৃৎপিণ্ডের সবটুকু ভয়-আতঙ্ক উপেক্ষা করে বিশ্বস্ততা কিনবো শত্রুর আলিঙ্গনে!
আবার যুদ্ধ হলে
ভৃত্যের ন্যয় নোংরা মোজা দুহাতে ধোব; সুগন্ধি সাবানে
আমার জন্যে শত্রুর মস্তিষ্কে নরম সহানুভূতি জমাবো!
আবার যুদ্ধ হলে
ধীরে ধীরে আমি পা বাড়াবো শত্রুর একান্ত কামরায়
যেখানে আমোদ ফুর্তির জন্য একটা বিছানা রাখা আছে
আছে থরে থরে সাজানো নেশার বোতল!
আবার যুদ্ধ হলে
আমি সবটুকু ভয়, ভীতুর কাছে জমা দিব
যত্ন করে শিখবো অস্ত্রের ব্যবহার!
আবার যুদ্ধ হলে
আমি বিশ্বস্ত হাতে অস্ত্র চালাবো
নেশার ঘোরে থাকা প্রত্যেকটা শত্রুর বুকে
বাধহীন রক্তের স্রোত আমি সচক্ষে দাড়িয়ে দেখবো!
আবার যুদ্ধ হলে
আমি স্বাধীনতা আনবো বাংলায়
জয়ের জয়ধ্বনি করবো শত্রুর ডেরায়!