তোমার জন্য একটা কথা পুষেছি, আজমেরী।
‘চলো একসাথে বাঁচি’
গরম জল একদম দরকার নেই আমার
দরকার নেই আরো একজোড়া চটির।
একখানা থালায় দিব্যি চলে যাবে।
তুমি লঙ্কা পিষে দিলে,
পাবদার ঝোল ঠিক নুন দেখে নামাতে পারবো।
স্নান সেড়ে শরীরেও তেল মেখে নিতে পারবো,
শুধু ঘাড়ের পেছনটায় তোমার হাত ছাড়া একটু মুশকিল হবে।
জ্বরের রাতে একদম পাশে থাকতে হবে না আমার,
ঘুম ভেঙ্গে কঁপালে একবার হাত রাখলেই হবে।
সাত-পাঁচ না ভেবে তোমার জন্য আরো একটা কথা পুষেছি,আজমেরী
‘চলো একসাথে বুড়ো হই’
একসাথে দেখি আরো কয়েকটা সকাল।
বছরের নির্দিষ্ট কোন উৎসবে একসাথে হাঁটি, মানুষের ঢলে।