আবার প্রলয় চাই
আবার ভেসে যেতে চাই দ্বিগুণ স্রোতে
জনমানবহীন কোন প্রকৃতির কূলে।
যেখানে তোমার মত কারো করুণা নেই, আমার নির্লিপ্ত শরীরের পাশে।
যেখানে নেই অন্ধকারে জেগে থাকা তোমার মত ছায়াহীন অস্তিত্ব
যেখানে পলকহীন চোখ নেই
নির্ঘুম রাতের সাক্ষী হয়ে।
ফিরে না আসার শোক জড়িয়ে আরো দূরে যেতে চাই
প্রলয়ের উন্মাদনায়!
অবিশ্বাসের নির্মম আঘাতে
ভুলে যেতে চাই তোমার নিশ্চুপ প্রস্থান।