শুনলাম দূরদর্শনে যাচ্ছো, প্রীতিজনকে সঙ্গ দিতে।
আমার হতে দ্বিতীয় পর্দার আড়ালে।
আমায় না হয়, বাদাম খোসায় রেখো
দুজনার একান্ত বিকেলে
না হয় তোমার হাতেই চূর্ণ হব।
আমায় না হয়, জলের ফোঁটায় রেখো
তোমার সমুদ্র স্নানের বাদে
না হয় তোমার শরীর বেয়ে ওই বিশাল সমুদ্রেই রয়ে যাবো।
আমায় না হয়, ঘামের গন্ধে রেখো
দুজনের একান্ত আবদার মিটিয়ে
না হয় তোমার সুগন্ধি সাবানে’ই মিলিয়ে যাবো।
আমায় না হয়, ভোরের আলোতে রেখো
শরীরের উষ্ণতায় বিঘ্নতা না দিয়ে
না হয় তোমার পর্দার ওপাশেই দাড়িয়ে রবো।
আমায় না হয়, অস্তসূর্যে রেখো
যুগলবন্দীর মধুক্ষণে
না হয় তোমার চোখের সামনেই ডুবে যাবো!