বাবা তুমি, ভরসার ডাক
                   স্বস্তির আবহাওয়া,
বাবা তুমি, ঘুমের শরীরে জাদু বলে চুমু খাওয়া।
                   বাবা তুমি, স্বর্গরাজ্য
                   হাসিতে চিবুক আঁকা,
বাবা তুমি, শুকনো খেয়ে বড়া, ডাল আমাতে রাখা।
                   বাবা তুমি, আদরের ছায়া
                   মধুর শাসনে ভারী,
বাবা তুমি, পরীক্ষা গেটে দোয়ায় পূর্ণ পায়চারী।
                  বাবা তুমি, আগলে রাখো
                  কষ্ট ওপাশে রেখে,
বাবা তুমি, আছি-তো! বলে সাহস দিলে এ বুকে।
                  বাবা তুমি, কলেজ ফি'তে
                  নতুন বই, পোশাকে,
বাবা তুমি, পেরেশানি প্রায়, অসুখের প্রতি রাতে।
                 বাবা তুমি, আত্মবিশ্বাস,
                 মাথায় হাতটি রেখে
বাবা তুমি, কি হয়েছে তাতে-এবার হয়নি পরে হবে।