তুলাদণ্ডে মাপ করে দেখো!
গড় বয়স থেকে কম করে হলেও এখনো
পঁচিশ বছর জমা আছে আমার হিসেব খাতায়।
এ অব্যবহৃত দীর্ঘ জীবন আমি যে কাউকে
দিতে পারি।একটা ছোট্ট বিনিময়ে!
আমায় শুধু ফিরিয়ে দিতে হবে
হাঁটু সমান জলে ডুবে সাঁতার শেখার দিন।
মায়ের মুখে মুখ মিলিয়ে
ছড়া পড়ার দিন।
বাবার হাতের আঙ্গুল চেপে
হাটে ঘোরার দিন।
আমায় শুধু ফিরিয়ে দিবে
শৈশবের এতটুকু রঙিন।
তোমরা কেউ কি চাইছো?
শৈশবের কয়েকটা দিনের বিনিময়ে আমার দীর্ঘ পঁচিশ বছর!