সুদীর্ঘ দৃষ্টি যতদূর যায়, যতদূরে ক্লান্তি আসে না মুগ্ধতায়...
ততদূর বিস্তৃত আমার বাংলা।
মাঝি-মল্লার, সরষে ক্ষেত, দূরের তালগাছ, সবুজে ছাওয়া একখণ্ড গ্রাম
আরো দূরে কালো সবুজের মত ঘন যেখানে মিশেছে আকাশের সাথে
সেখানে বিস্তৃত আমার বাংলা।
পৌষের রোদে শালিক যেখানে ওম নেয়,
যেখানে উঠানে শিমের মাচায় ফোটে বেগুনী ফুল।
সেখানে বিস্তৃত আমার বাংলা।
বাঁশের কঞ্চি বেয়ে শিশির যেখানে রুপ নেয় ফোঁটায়
ফোঁটায় ফোঁটায় লেপ্টে চলে লাল পিঁপড়ের ঘর।
যেখানে যোয়ানী ডাল নুয়ে যেতে চায় মুকুলের ভারে
সেখানে বিস্তৃত আমার বাংলা।
আমার বাংলা বিস্তৃত
পিঠা-পুলির পৌষ পার্বণে, চৈত্রের চৌচিরে।
বাংলা বিস্তৃত, মেঘের গর্জনে সাড়া দেওয়া কৈ’য়ের ঝাঁকে;বৈশাখের রোদে,
ভাদ্রের নরম পলিতে।
অস্তিত্বের মত সর্বত্র ছেয়ে, সর্বোচ্চ চিৎকারে বিস্তৃত আমার বাংলা।