অধর ভিজায়ে, দুবাহু উঁচায়ে,
বরিষণে হলে সন্ধি।
রিমঝিম সুরে কেউ ছোঁয় নি,
এমন করে আজ অবধি।
গোধূলী মাখিছে বিজলী আলো,
মেঘের কেশে তীব্র কালো,
বাড়িছে বরষা বেগ।
বিরহ ধুয়ে অন্তরালের,
শুভ্র-সতেজ কোন খেয়ালে,
আচমকা অভিষেক।
বরষা তুমি দিয়ে যাও মোরে,
প্রানবন্ততা প্রকৃতি ন্যায়ে।
স্নিগ্ধতার সে আবেশ।