ঘুম পালালো, ঘুম পালালো
বৃষ্টি এলো শুনে।
কচলিয়ে চোখ উঠে শুনি,
বৃষ্টি ঘরের টিনে।
ঝুমঝুমা ঝুম বৃষ্টি পরে,
আকাশ বাড়ি থেকে।
চমকে আবার ভয় দেখালো,
গুমগুমিয়ে ডেকে!
কি তোড়জোড়ে বাশগুলো সব
এপাশ ওপাশ করে।
শুকনো পাতার দলগুলো তাই
লুকায় এসে ঘরে।
এমন দিনে না হয় যদি
ফুটবল খেলা মাঠে!
সব মজা তো উবেই যাবে
বৃষ্টি থামার সাথে।
বই নিয়ে তাই সটান রেডি
স্কুলে যাবো বলে।
মনে মনে আজ স্কুল ছুটি,
এমন বাদল দিনে।
বই রেখে সব খড়ের তলায়
ভোঁ দৌড় মাঠের দিকে।
বৃষ্টি যাপন হলো সবার
জল আর কাঁদায় মেখে।