তখন আমার একটা ছায়া ছিল।সূর্যের থেকে পাওয়া।
মেঠোপথ থেকে মাঠের সর্বত্রই
তখন আমার একটা ছায়া ছিল।চাঁদের থেকে পাওয়া।
উঠোনের গোল্লাছুট থেকে পুকুরঘাট
এখন আমার অনেকগুলো ছায়া।নগর থেকে পাওয়া।
রাজপথ, ফুটপাত সর্বত্রই ওরা কিলবিল করে
আলোহীন অন্ধকারেও কতগুলো ছায়া জীবিত থাকে
ওগুলো হ্যালুসিনেশন থেকে পাওয়া
ওরা আমার ছায়াহীন ছায়াকে ঘিরে রাখে অস্তিত্বের মত।