চলো উন্মাদ হই!
শহরের যাত্রী ছাউনিতে সংসার করি
আর কোন বর্ষা আমাদের চোখ এড়িয়ে যাবে না।
অনিচ্ছায় কোন জ্যোৎস্না থাকবে না চোখের আড়ালে
চলো উন্মাদ হই!
এক শহর ছেলেপুলের পায়চারী থাকবে;আমাদের চতুর্দিকে।
কেউ অবহেলা দিবে, কেউ দুটো টাকা
কেউ বা দিবে এক বাক্স ভালো খাবার।
চলো উন্মাদ হই!
একটা নির্ভেজাল জীবন কাটাই
বর্ণজ্ঞানহীন থাকি আমৃত্যু।
শত্রুহীন শহর দেখি দুচোখে।
চলো উন্মাদ হই!
পাশাপাশি লেপ্টে থাকি নোংরায়
এক কাপড়ে সন্তুষ্টি খুঁজি।
ভয়ংকর ক্ষুধার সাথে ভনিতা করি!
চলো উন্মাদ হই!
পায়চারীরতে সঙ্গ করি; পাড়ি দেই এ শহর, সে শহর!