কোথায় খুঁজিনি তোমাকে
বেসুন্দিরাজ থেকে কলমিস্বর
এক পলকের দূরত্ব আর কতদূর হতে পারে
তুমি তো সুস্পষ্টা
জটলার বুক চিরে ফুটন্ত কোনো রক্ত কবর
আবেগের কোন ছায়ায় তুমি আচ্ছাদিত
টনক নড়েছে পলক ফুঁড়িয়ে
কত আপন’ই না তোমার গন্ধ।
বিষাদের আর কতটা জাল
এ চোখ মাড়াবে তোমার জন্য?
তুমি আর কতদূর?
তোমায় প্রাপ্তি আর কতটা দূরের পথ!