সূর্যকে অস্বীকার করে কুয়াশার
গভীরতা। প্রভাত বেড়ে ওঠে গড়পড়তা
মাঠের কোলে ধেয়ে আসে অভিজ্ঞ
পা। অদূরের সবকিছু আঁধার লাগা
মটরশুঁটির লতা রূপোর প্রলেপে
ঢাকা। মেঠো পথ থাকে শান্ত রঙে আঁকা
কোন গৃহস্থ ঘর এখনো ঘুমের গন্ধে
মোড়া। স্থির হয়ে থাকে চঞ্চল প্রকৃতিরা
ধানশালিকের চোখে কুয়াশা এসেছে সেই
কবে! মাথার উপর সূর্যটা তবু চাঁদের মত ধবধবে