ফের ভুলে যাও আমায়।
স্নানঘরে নিঃশব্দ কান্নার ইতি টেনে নাও
ভেবে নাও, তুমি অনেক বড় হয়ে গেছো!
এখন আর পূর্ণ জ্যোৎস্না তোমায় অতীত দুয়ারে নিতে পারে না।
পারে না, আমার দেয়া কাঁকন জোড়া তোমার দৃষ্টি আটকাতে।
স্ব-ইচ্ছায়, অনিচ্ছায় আমি আর তোমার কল্পনা জুড়ে নেই
দিন শেষে ঘুম বালিশে হয়তো একটু মনে করলে
অবহেলার এপাশ ওপাশে যেন তাও মিলিয়ে গেলাম।
তুমি বিশ্বাস করতে প্রস্তুত,
নারী ভালবাসলে হয় অন্তঃসত্ত্বা আর পুরুষ হয় বেঈমান!
আমি, সত্যি সত্যি তোমার আর দীর্ঘশ্বাসের কারন নই
তুমি সত্যি’ই সব ভুলে গেলে।