সাজা পেতে চাই সুশ্রীর রূপে
চাই না আমি মুক্তি
বয়স বেড়ে বৃদ্ধ নামুক
তবু থাক এ আসক্তি।


যেদিন দেখেছি প্রথম তারে
বয়স উনিশ কি কুড়ি
সেদিন হয়েছি পুরোপুরি লুট
সেদিন গিয়েছি চুরি।


কত রাত জেগে প্রেমিক হয়েছি
ও চোখে তাকাবো বলে!
অধরে না ধরা রূপের স্রোতে
তবু, ভেসে গেছি দূরে চলে।


অপেক্ষারত কতদিন গেছে
পেতে সম্মুখ দেখা।
সে রূপ যখন এসেছে কাছে
আমায়, সাহস দিয়েছে ধোঁকা।


প্রেম অথবা রুটিন করে
এখনো সে রূপ পুষি।
দণ্ডবিধির কঠিন ধারায়
আমি যাবজ্জীবন দোষী।