অপরাধীর মত কয়েকটা মেঘ খণ্ড ছুটে পালাচ্ছে
জ্যোৎস্নার সীমানা ছেড়ে।একটু আগেই এখানে
বর্ষা নেমেছিলো;মেঘের দলগত উৎসাহে!
চন্দ্রের কলঙ্কটুকু নিয়ে গেছে
কলঙ্ক আহরিত বৃষ্টি ফোঁটা।
চন্দ্রের নগ্ন শরীর এখন আরো স্পষ্ট!
রুপোর মত জাজ্বল্য আলোয়
আমি ও প্রকৃতি আবদ্ধ একান্ত ছায়ার বেষ্টনীতে।
প্রশ্ন রাখলাম চন্দ্রের কাছে; আমিই কি একমাত্র জন?
যে কিনা তোমায় দেখছে নারকেল পাতার চিরল থেকে!
চন্দ্র কি উত্তর দিলো কে জানে..
তবে চোখ আর ঘুমের ভনিতার মাঝখানে
আজ আমি নির্ঘুম থাকতে ইচ্ছুক।
ইচ্ছুক আজ চন্দ্রের সাথে যৌথ যাপনে!