ভাঙ্গে না যেন কাঁজলের বাঁধ
এতটুকু অনুতাপে।
রাজ্য মায়ার নয়ন দুটি
কাঁজলে থাকুক এঁকে।
অপলকের বিরাম আছে;অতৃপ্তের আছে শেষ
কাঁজল চোখে, এ চোখ রেখে হতে রাজি নিঃশেষ।
কতটা মায়া চোখে বাঁধিলে কায়নাত লাগে সবই,
আজন্ম সাধু সাধনে সাধিয়া পায়নি সে চোখ ছবি।
মধুচন্দ্রিমা ফুঁড়ায়ে সাড়া, কেবল কাঁজল রেখায়
মায়ার দুচোখ ভুলিয়া যাবো, এমন সাধ্য কোথায়?