কোন এক কাকজ্যোৎস্নার রাতে,
প্রিয়তমার জীবন্ত ছায়া হেঁটেছিল আমার পাশে!
নগ্ন পায়ের চিহ্ন ছিল ঘাসে।
কোন এক কাকজ্যোৎস্নার রাতে,
প্রিয়তমা অনেক গল্প করেছিল চাপা আওয়াজে!
শিশুর মত বায়না ধরে উড়েছিল দীঘল চুল বাতাসে।
কোন এক কাকজ্যোৎস্নার রাতে,
প্রিয়তমার আঁচলে রাজ্যের ঘুম নিয়ে পেতেছিলাম নরম শয্যা!
অপলকে দেখেছিলাম চিবুকের মিহি লজ্জা।
কোন এক কাকজ্যোৎস্নার রাতে,
প্রিয়তমার আঙ্গুল ছুঁয়েছিল ওষ্ঠের কার্নিশ!
ছুঁয়েছিলাম কি নেশায় সবটুকু প্রেমবিষ।
কোন এক কাকজ্যোৎস্নার রাতে,
প্রিয়তমা কোষ ভরে দিয়েছিল প্রেমের তরল!
প্রেম দিয়ে বিনিময় করেছিলাম অবিকল।
তেমনি করে আর কোন কাকজ্যোৎস্নার রাতে,
প্রিয়তমার পরিচিত সুগন্ধি আসেনি নাকে!
উৎসাহী কোন চোখ বলেনি, জ্যোৎস্না যে আমায় ডাকে।