কিছু সুখ পাখির ডানায় থাকে
বয়ে নিয়ে আসে;বয়ে নিয়ে যায়
সম্ভবত পাখিগুলো স্বর্গীয়-তাই বোবা
মুখ দেখে সুখ দেয় না।
আলো খসলে কাক আসে-ওটাও স্বর্গীয়
বোধহয়। তবে তার উপর কষ্টগুলো বর্তানো
এ জন্যই কাক’কে ঘৃণা করি কি?
হয়তো এটাও ওর একান্ত দুঃখের সাথে সামিল
হয়ে গেছে। তাই ও ডাকে কা-কা
‘একটা দুঃখ তোমার আর অন্যটা আমার’
কিছুটা শূন্যতা থাকে মানুষের চোখে-
মানুষগুলোও স্বর্গীয়; তবে বোবা নয়
মুখ দেখে শূন্যতা দেয়।
কখনোবা পাখিদের ডানা থেকে সুখ-দুঃখ খসিয়ে
এনে বিলিয়ে দেয় মুখ দেখে...