কবিতা তোমার বয়স হলো কত?
মহাকবি থেকে বিশ্বকবি বানালে হাজার-শত।
যেই যা ভেবেছে মগজ ঘিলুতে,
লিখেছে তোমার পর।
প্রেম-বিরহ, সন্ধি-কলহ, প্রকৃতি কত কি আর..
বিষয়ে কি আশে, কেবল লিখেছে
চিন্তা করিয়া গাঢ়।
তোমারে ভাবিয়া আলাওল-ভানু,
খ্যাতিতে আজো জড়ো।
তোমারে পাঠিছে কতক পাঠক, দিবাকে করিয়া নিশি
কবিতা তুমি কবি’রে দিয়েছো জশ-খ্যাতি অবিনাশী।
কবিতা তুমি আজন্মা হও, বহুকাল আগে পরে
চিরদিন থাকো নব-যৌবনা, কবিদের সম্ভারে।