যতদিন আমার চিন্তা জীবিত
ততদিন তোমার পথ রোধ করে কে!
তোমার জন্ম বহাল রাখবো
অক্ষরে অক্ষরে।
তোমারে করেছি সুখ অভিলাষ
রেখেছি ভালো ও মন্দে।
সময়, নিছক তুচ্ছ করেছি
তোমারে বাঁধিতে ছন্দে।
কবিতা, আমি তোমার জন্য রাজি
উন্মাদ হতে পথে প্রান্তরে।
নির্বাসন নিতে আজই।
বিসর্জন হবো তোমার জন্য
জনে জনে প্রতিবারে।
তোমারে রক্ষীতে নিঃশেষ হবো
প্রয়োজনে চিরতরে।
তোমার, ধমনী শিরায় বেঁচে থাকবো।
সৃষ্ট শত শিরোনামে।
তুমি এ প্রিয়তমকে ছড়িয়ে দিও
তুমি প্রেমী প্রতিজনে!