গাঁ’য়ের জননী, করিয়া এমনই
সন্তান আঁচলে রাখে
উনুনে চড়ায়ে টগবগ জল
কাঁথায় নকশি আঁকে।
বিছায়ে পাটি, মনের আকুতি
বুনিছে কাঁথার বুকে।
ধুলায় ডুবিছে দুধের শিশু
জননী শরীর পাশে।
তেষ্টা জুটিলে, লুকায় আঁচলে
হাঁটু ভর করি বাছা।
অমৃত স্বাদ গলায় টানিয়া,
ঘুমায় দিব্যি; আহা।
সোনা-যাদু বলে, চুমুটি আঁকিলে
কঁপাল মাঝারি তার।
ঘুমের শরীর, দুহাতে জড়িলো
মমতার এক পাহাড়।
রাজ্য ভেদিয়া, মিলবে কি আর
এমন- স্নেহ সম্ভার
তাহাই জননী পৃথিবীর বুকে
শ্রেষ্ঠ উপহার।