অনর্থক ভাষণের শহরে,
উন্মুখ দর্শক হতে আর ভালো লাগে না।
যতদূর চোখ যায়, চিন্তা যায়
ততদূর বিস্তৃত কেবল অস্তিত্ব বাঁচিয়ে রাখার অস্থিরতা।
আর ভালো লাগে না,
কৃত্রিম আলোয় জেগে থাকা হলদে রাতের অদম্য শরীর।
যে পথে মৃত্যুর শব্দে; আওয়াজ থামে না, দূরপাল্লার গুমগুম স্রোতের।
আমি সে পথের পথিক হতে চাইনে-
আমি মায়ের কাছে ফিরবো।
কুয়াশার ভোরে আরো একটা কাঁথা চাই’য়ের মতো শীত যেখানে।
সে তো উপভোগ্য হবে।
এ ব্যস্ত শহরে, উঁচু দালানের তলায় এমন অনুভূতি যে মৃতপ্রায়ত
পান্তায়- পোড়া লংকা পিষে, পেয়াজের কচকচে
আমি নিত্যদিন তৃপ্ত থাকবো।
আমার সে নরম মাটির পথ, এ পিচ হতে অনেক নিশ্চিন্ত
সময়-অসময়ে মায়ের ডাক, হবে শ্রেষ্ঠ প্রাপ্তি
যে প্রাপ্তির পুরো দীর্ঘশ্বাস জুড়ে,
আমি মায়ের আঁচল তলেই বেঁচে থাকতে চাই।