বিষাক্ত আলিঙ্গনে সেবার নিথর হয়েছিল
শরীর। অহেতুক রাত হয়েছিল গভীর।
বিষণ্ণ আলোয় জেগেছিল চোখ
বেড়েছিল চুল-দাড়ি।পুড়েছিল হৃদয়ের আলেপ্পো নগরী।
বারবার শুধু সংস্কার সেজেছে প্রেম
প্রলেপের তলায় বরাবর অপ্রেমের খাঁদ
চোখের অলক্ষে। গাঢ় রঙের বিশ্বাস গিয়েছে অবিশ্বাসের পক্ষে।
পুনরায় দ্বার খোলেনি মানবী
ঠোঁটে রাখা চুম্বনের চিহ্নে ভিজেনি ঠোঁটের কার্নিশ
চোখের পাতা। মিথ্যে প্রেম ভেদ করেনি গভীরতা।