মিথ্যে মরায় তেষ্টা পায়না
মরণের মত করে।
মরণ কান্না কণ্ঠে ওঠে না
নিথরের চারিধারে।
চিরতরে হোক মরণ তবেরে
কি লাভ আর বেঁচে থেকে?
অচলের বোঝা টানিতে টানিতে
ক্লান্তি সকল মুখে।
পুত্র সকল কথাটি বলেনা
ঘেন্নায় আসে না ধারে,
‘মরণ কি তারে নিতে পারে না’-অসহ্যে বুলি ঝরে।
হে মরণ,
তুই সত্যি আসবি কবে?
মিথ্যে মরায় বেঁচে থাকে প্রাণ
গভীর অন্ধকারে।
মিছেমিছি কেন মরে বেঁচে থাকা
সকলের বিষ চোখে!
মরে অন্তত লাঘব করি
তাহাদের দুঃখকে।