মুজিব মোদের চেতনার নাম
বক্ষমাঝে রাখা ।
এই বাংলার যেথায় তাকাবে
পাবে মুজিবের দেখা।
মুজিব আছে পদ্মার মাঝে
ভীষণ ঢেউয়ের তোড়ে।
মুজিব আছে পাখির ডানায়
আকাশ ছুঁয়ে ওড়ে।
মুজিব আছে এই মেঠো পথে
এই রাজপথে মিশে।
মুজিব আছে লাঞ্ছিত হওয়া
শত বাঙ্গালীর পাশে।
মুজিব সে তো প্রতিবাদী নাম
অন্যায়, অবিচারে।
মুজিব আছে, থাকবে মোদের
সকল বাঙালি জুড়ে