শুনেছি, এ বাংলায় একজন মুজিব এসেছিলো,
এসেছিলো তীব্র প্রতিবাদে, বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে,
এসেছিলো মানুষের অধিকারে শিকড়ে উর্বর মাটি দিতে।
শুনেছি মুজিব ডাক দিয়েছিলো, ‘যার যা কিছু আছে
প্রস্তুত থাকো রুখে দাড়াতে, মুক্তি চাই বাংলার মানুষের’।
শুনেছি, মুজিবের পথ রোধ করতে চেয়েছিলো কালো কারাগার,
শুনেছি মুজিব গলে, পঁচে মরার মত লোক ছিল না ।
শুনেছি মুজিব দমে যায়নি, থেমে যায়নি বাংলার বুকে!
কোন লালসা, মুজিবের পথ করতে পারেনি পিচ্ছিল।
মুজিবের সাথে লক্ষ বজ্র কণ্ঠ বেজে উঠেছিল, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’
শুনেছি, বাংলার প্রত্যেক খণ্ড রক্তের স্রোতে ভিজেছিলো।
কোথাও কোথাও ভেসেছিলো মৃত নারীর লজ্জা।
তবুও চেয়েছিল স্বাধীনতা ,চেয়েছিলো বাংলার মুক্তি।
শুনেছি, মুজিব সত্যি সত্যি এনেছিল লাল সবুজের স্বাধীন বাংলা।
শুনেছি, মুজিব আজীবনের বঙ্গবন্ধু।