দুর্ভেদ্য অন্ধকারে আমি আরো একবার বেঁচে আছি
হতে পারে নিয়তি আমায় বাঁচিয়ে রাখবে আরো কয়েকবার।
তোমার জীবনের শ্রেষ্ঠ ধাপগুলোর সাক্ষী হতে।
মরে যেতে চেয়েও আমি বেঁচে ছিলাম
সানাইয়ে মুখরিত তোমার নতুন জীবনের দিনে।
তোমার বাসর রাতে; আমি চন্দ্রস্নান করেছি একা জেগে থেকে
বোধহয় একবারও কাঁদিনি অতি শোকে।
যেদিন তুমি মা হলে
শান্ত চোখে হু হু করে জোয়ার এলো।
আমি কৃত্রিম হেসেছিলাম
অহেতুক ফুরিয়ে যেতে চেয়েছিলাম ফের
কিন্তু নিশ্চুপ ফুরিয়ে যাওয়ায় কোন বীরত্ব আছে?
তাই নিঃশ্বাসের ওঠা-নামায় রয়ে গেলাম
স্মৃতির পাতায়;লাল কালিতে কাটা পরা কয়েকটা ভুলের মাঝে।