তুমি বরং আকাশ দেখো;
নক্ষত্রের গায়ে চোখ এলিয়ে।
ইজিচেয়ারে লেগে থাকা সন্ধ্যাটুকু-
না হয় ব্যালকনির দক্ষিণপাশ জুড়ে থাক
হাওয়ার বিপরীতে হেঁটে যাওয়া ভুল পথিকের দল।
পদচিহ্নে স্পষ্ট- তারা যে দূরের যাত্রী
তারা হেঁটে যায় সীমানার সীমা অতিক্রম করে;
নরমধূল নেমে আসে যথাস্থানে।
তুমি গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে বরং আকাশ দেখো...
একজন পথিক কি করে আকাশের সীমায় ঢুকে পরে
একজন পথিক কি করে নক্ষত্র হতে থাকে।
তুমি আকাশ দেখো;
আকাশ যেমন তোমায় দেখে পথিকের ভিড়ে।