হে নতুন,
তুমি বয়ে আনো নব উদ্দাম,
নব শৃঙ্খলে আঁকা জীবন গতি, বারুদ ঠাঁসা যৌবন।
তুমি স্তম্ভে হানো ফাঁটল ভাঙ্গন ভেদাভেদে মাখো মিল,
তুমি শক্ত হিয়ায় মমতা ঢালো ভুলে যাক ক্ষোভের নীল।
হে নতুন,
তুমি সজ্ঞান দাও পিতামাতা যার বেঁচে,
তার আছে দুই অমূল্য ধন এতটুকু যেনো বোঝে।
হে নতুন,
তুমি যথার্থ হও প্রত্যেক কর্ম ফলে,
জয়ী হও তুমি নবীন বাহুতে নবীনের জয়গানে।
আদর হও তুমি, সদয় হও তুমি
এতিম-অনাথের প্রতি,
উচ্চবিত্ত’কে দানবীর করো, জীবনে আসুক নতুন গতি।
তুমি মমতা বিলাও মানুষে মানুষে, হিংসায় নয় কেহ।
ভ্রাতৃত্ববোধ সকলে থাকুক, যেনো একই হৃদয়ের দেহ।