কলহের আগুনে পুড়ছে
মানুষ।পুড়ছে সম্প্রদায়
সম্প্রীতি! আমি সম্প্রীতি
সকলে ভুলে গেছে যে আমায়!


মিথ্যে নিয়েছে দখল
বিচারে।হয়েছে মিথ্যে ফাঁসি
ন্যায্যতা! আমি ন্যায্যতা
আমি কারাগারে আছি!


সাধু দৃষ্টির খাদ্য
কুশ্রী।খাদ্য নরম নারী
সভ্যতা! আমি সভ্যতা
আমার দুপায়ে বেড়ি!


স্বার্থ এনেছে শত
সংঘাত।শত তিক্ত দ্বন্দ্ব
শৃঙ্খল! আমি শৃঙ্খল
আমার দুচোখ অন্ধ!


লোভ দিয়েছে দীর্ঘ
চাওয়া।দীর্ঘ ঘৃণ্য রীতি
সততা! আমি সততা
আমার মৃত্যু শুধু বাকী!


ডোন্ট কেয়ার অথবা অবজ্ঞা
ছোটলোককে দেয়া থুথু!
আমি বুঝে গেছি সব
সম্ভব।তুমি ক্ষমতার মহাপ্রভু!