মা,ওমা-মাগো, মা!
তুমি কি শুনতে পাও আমার মুহুর্মুহু ডাকের আওয়াজ?
শুনতে পাও মা?
নিত্যদিন তুমি যে তারা সন্ধ্যার আকাশে দেখো
সে তারা আমিও দেখি এ দূর প্রবাসে।
মাগো, এ দূর আমায় কতটা ব্যবধানে রেখেছে তোমার থেকে
তা আমার নিঃসঙ্গতা অনুভব করেই বুঝতে পারি।
আমি বহুবার আমার কাছে বায়না ধরেছি
‘আমায় মায়ের কাছে নিয়ে চলো’
আমি বহুবার একাকীত্বের কাছে কেঁদেছি
‘আমি মাকে দেখতে চাই’
আমার আমি আমায় বারবার উপেক্ষা করেছে
ধৈর্য ধরতে বলেছে।
কিন্তু মাগো এত ধৈর্য আমি কোথায় পাবো?
যখন এতদিন হয়ে গেলো আমি তোমায় মা বলে ডাকি না!
যখন এতদিন হয়ে গেলো আমি খোকা ডাক শুনিনা!