আবার শহর ,
সাদা চাদরে সত্বীত্তের খোঁজ।
আবার রাত,
ভিন্ন শরীর দেখে তোর লাজ।
অবোধ প্রেমিকের চোখে মুখে সংকোচ
মিলছে না কিছু আজ হিসেবে।
পবিত্র আত্মার, প্রকাশ্যে ধিক্কার
নোংরা শরীর পচেঁ গেছে।                  
আদর পাওয়া মন, উড়ে গেছে কোনক্ষণ
টের নাহি পেল এতটুক।
শরীরে অন্য হাত চরম সুখের হাঁট
হেঁড়ে গেছে এ আবন্তুক।
আবার শহর,
লাল ধূলে মাখা শরীর।
আবার অবোধ,
শত সহস্র জনতার ভীড়।