প্রেমের বয়স হয়েছে অনেক!
চর্যাপদের মত সেকেলে হয়ে গেছে আগা গোঁড়ার শৈলী।
দিনে দিনে নড়বড়ে হয়ে গেছে প্রেমের গর্ভে থাকা
বিশ্বস্ততা।প্রেমের মন্ত্র হয়েছে আরো সস্তা
প্রেমের দেয়াল নোনায় ধরেছে অবহেলায়!
আজকাল প্রেম কেবল শব্দ বটে;ঠোঁটের অগ্রভাগেই থাকে।
সহজে উচ্চারিত হয়, সহজে আসে
সহজে চলেও যায়।
প্রেমের গভীরতা দিনে দিনে ভরাট হয়েছে সময়ের হাতে।
প্রেম বার্ধক্যের মত ধীরচারী হয়ে গেছে
তার আধমরা অস্তিত্ব নিয়ে নিরুৎসাহীদের দ্বারে দ্বারে ঘুরেছে অবিরাম!
প্রেমের দূরদর্শিতায়ও অন্ধতা ঘনায়ে এসেছে।
আজকাল কেউ অনুভব করে না; প্রেম নামক অক্ষর দুটোর আড়ালে
একটি অনন্ত অনুভূতি রয়েছে।
প্রেমের নরম আলিঙ্গন, ইদানীং বেশ একঘেয়েমি লাগে জোয়ান-জোয়ানীর কাছে
তবে এ উপেক্ষার শহরে প্রেম নামক শব্দটা
কেবল অভিধানেই থাকুক।  
আর প্রেম নামক শব্দটার প্রাণটুকু অবসর নিক চিরতরে!