অন্ধ হওয়াই শ্রেয়;
তুমি শূন্য আঁধার যখন ঢাকছে আমার দেহ।


পলাশ লালের এক বিকেলে-
ফাগুন নিয়ে এলে
মনের দুয়ার পথ বিছালো
নরম আদর ঢেলে।
সাধ হল যে-তোমার চোখে
আজন্ম পরি বাঁধা
এক জীবনে কৃষ্ণ হব
তুমি হবে রাঁধা।
কোন সে জাদুর দখল তোমার?
কোন সে মায়ার টান?
রাত-বিরাতে, সাঁঝ-প্রভাতে
তোমায় খোঁজে প্রাণ।
অন্ধ হলাম, ভ্রান্ত হলাম
তোমার মায়াজালে
ফাগুন শেষে চৈত্র ঢেলে
কোথায় তুমি গেলে?