আমি এখানে আশ্চর্য্য হতে আসেনি,
এসেছি অনুমানের সত্যতা যাচাইয়ে।
আমি মাঝরাতে জেগে থেকে দেখেছি,
তোমার ভয়ংকর স্পর্ধা।
দেখেছি, ঠাণ্ডা মাথায় শরীরে লেপন করতে অপরিচিত সুগন্ধি।
মাতালের মত কামনার উত্তেজনায় তুমি ফেটে পরেছিলে তখন।
চিৎকারে, ক্ষোভে, লালচোখে
আমি উন্মাদ বনে গেছি বারংবার।
তোমার চরিত্রে কেন বিশ্রী রঙের মুখোশ?
আমি শুধু অপেক্ষা করেছি তোমার সামনে দাঁড়ানোর।
মাঝরাত হতে প্রভাতের দীর্ঘতা, ধৈর্য্য হতে অনেক দূরের মনে হয়েছে সে সময়,
চার দেয়ালের নিঃসঙ্গতাকে মনে হয়েছে কালো রঙের মৃত্যু মঞ্চ।
আমি তবুও তোমার অপেক্ষা করেছি।
তুমি কখন চুরমার করে দেবে আমার ভ্রান্ত ধারনা,
অথবা নিশ্চুপ সত্যতায় নত মস্তিষ্কে দাঁড়াবে অশ্রুসিক্ত নয়নে।
আমি মেনে নেবো।
আমি মেনে নেবো, যাহা তোমার দ্বারা কখনো আশা করা হয়নি,
যাহা মেনে নেয়া নিঃশ্বাস চেপে রাখার মত কষ্টকর।
আমি তবুও মেনে নেবো।
তবুও তোমায় ভেবে আর মাঝরাতের অসহায় আর্তনাদ চাইনা।