স্বগর্বে দাঁড়িয়ে আমি
শুভ্র এক মুষ্ঠি দাঁড়ি।
বয়স পেড়োয় ষাট,
ঘোলা চশমাও দ্যায় আড়ি!
কালো ঢাকে ক্ষণ, প্রত্যাবর্তন
কত দেখলো এ চোখ,
সত্য-মিথ্যা পেটে,পিঠে ধরি
সবজান্তা আমি সে লোক।
সূর্য ভাঁজে বাহুর তেজে
প্রলয় করেছি ভূমি।
অন্ধ আঁধারে ভীতুকে লুটায়ে
কঁপালে এনেছি প্রিয়’র চুমি।
এমনও হয়েছে সেদিন গিয়াছে
নালিশের সম্ভার।
মাঝির বৈঠা এ হাতে লয়ে
নীলু দিঘী দিয়েছি পাড়।
সেই আমিত্বে কাঁপন ধরেছে
সাদায় সাদায় পশমে।
কেউ মমতা ভঁরে বাবা ডাকে না
মাখে না কোলের নরমে।