গগন চেরা রোদ পরেছে
পল্লী উঠোন মাঝে।
চড়ুই লুকায় ঝিঙের মাচায়
ভীষণ রোদের ঝাঁজে।
মেঠো পথে নরম কাঁদা
শরীর যেন কারো।
হাড়-হাড্ডি কিছুই বাধে না
মাংস যেন গাঢ়।
প্রান্তর জুড়ে সবুজ কাঁথা
যত্নে বিছিয়ে রাখা।
এ যেন কোন শিল্পীর তুলিতে
কেবল সবুজ আঁকা।
নদীর বুকে কত নৌকার
পাল তুলে আসা যাওয়া।
কত বাউন্ডুলে ডুব সাঁতারে
সাড়ে তাদের নাওয়া-ধোয়া।
পল্লী মাতার আরো কত রুপ
রাখা আছে যথা তথা।
দুচোখ ফুরাবে, কলম ফুরাবে
তবু পুরোটা যাবে না গাঁথা।