এমন করিয়া হারিয়ে যাইতে মানা,
শূন্য পথে কে ধরিবে হাতখানা।
যতবার ডাকি তুমি বলে,কেন এপাশে আসে না সাড়া?
ভূলের ধুলায় করিয়া খেলা, ফুড়াবে কি এই বেলা।
শেষের বিকালে, নাহিবার ছলে দেখেছিনু স্নাতধর,
আপন ভাবিয়া ছলনা করেছি,ডাকিছিনু কতবার।
এমন’ই ফ্রেমে অন্ধ প্রেমে যুগলে বন্দি বিশ্বাস,
হয়েছিনু সখা,প্রতিসন্ধ্যার। আড়ালে,সাধনে প্রেম চাষ।