অমিত সাহেব, এটাকে বরিশালের রমনা বলতে পারেন।
তবে সামাজিক বিধিব্যবস্থা আছে ঢেড়,
মানুষগুলোও বেশ সামাজিক।
হাজার মানুষের মেলা বসে এখানে,
হাত,পা ছড়ানো বাদাম শাখাগুলো,
সূর্য হেলা বিকেলে কেমন তরুণদেরই আহ্বান করে।
অনেক প্রেমের সূত্রপাত,ইতিবৃন্তের সাক্ষী এই নদীর পাড়।
একটা সময় খুব আসা হত এখানে,
হালকা হাওয়ার সাথে হলদে ষ্টীমারেরে টানে।
চলেন সামনে যাই,
নদীর বুকে ঝুলে পরা রাজিবের একটা চা’য়ের দোকান আছে,
বসে দু’কাপ চা খাওয়া যাবে।