বাবুই পাখি,হয়ে থাকিস
নির্বাসিত এ দু'চোখে।
পাঁট পুতুলের,লাল দু'ঠোটে,
জেগে থাকিস ঘুম বালিসে।
সুবহা'র রঙ, আসমানি মন
বেঁচে থাক উভয়ের শরীরে।
অভয়ব তার, বলবে কে আর?
দূরত্বের কালো এ ভিড়ে।
চেনা মধ্যাহ্নে,হাত মেখে অন্নে
মুখে চুপ, গিলে খায় তৃপ্তি।
বেশ আছি,থাকবো
চুমু এঁকে কঁপালে।
আজকে ও আগামি সাক্ষী।