প্রকম্পিত কণ্ঠে, কণা ঘাম তালুতে,
উৎসের শেষ শক্তি মুখে।
বলছি ভালোবাসি, আর একটু বেশি,
নয় ভঙ্গুর আবেগ থেকে।
চোখ বেঁধে আলো এনেছি,
শুনতে সহজ উত্তর।
ভালোবাসি আমিও তোমায়,
শত-সহস্র করে পাড়।
অপলক মুখোমুখি,
নিয়ে গেছে লাল রঙ্গে,
সন্ধ্যার ডুবো শহরের কাছে।
হাতে হাত,মেখে লাজ
কর্কট ধুলো রাজে,
হাঁটবো তোমার পথে।