উনিশ-কুড়ি, দিয়ে পাড়ি
টিন-এজার হাত ধরেছিলো আবেগীর।
জুতার ফিতা,উল্টো বোতাম
ছিল,চশমার ফ্রেমেও তোমার চিন্তা।
বৃষ্টিতে ভিজে ভিজে,
পিছু হেঁটে সাইকেলে,
ছাতার তলায় থাকা, রঙ করা মুখ
ভেজা ঠোঁটে মুচকি, যথেষ্ঠ নয় কি?
জ্বরে পোড়া স্বপ্নেও তোমায় পুষেছি।
নিশ্চুপ প্রলয়ে, ভাঙনের সুর
বদ্ধ আঁধার ঘড়ে, চৌচির বুক।
বৃষ্টি পরে আজো, সবুজ ছাড়িয়ে নীলে
জানালার ফাঁকে হাত, ভিজবে না আর।
অব্যক্ত চাহনির, আয়নায় মুখ
প্রশ্নবিদ্ধ আমি, কি অপরাধ আমার?