পেয়ালা ছুঁই আধাসের চা,
গগন ছাপায়ে বরষা।
বেশ লাগছে,
মনে পরছে।
স্মৃতিকূলে একা গা ভাসা।
কোথায় রবিন্দ্রনাথ,সুকান্ত’রা ?
পুরোনো কবিতায় যে জমছে না।
কোথায় হাত,কলম,খাতা ?
ভিজে ভিজে লিখি যা ইচ্ছা তা।
কালো পিচে বৃষ্টি ফোটা,
গ্রীলের ফাঁকে মধুমিতা।
যেন আচমকা দমকা প্রেমে,
ফুঁপে উঠে দু’চোখে।
হাড়িয়ে গিয়েছিলুম দুজনে।
কাঁধে হাত,নিষ্পাপ ও মুখে,
কি ভেবে জড়িয়েছিলে এ বুকে ?
শিল ঝরা, হাতে পোরা বরফে,
এ দু’হাতে,মেখেছিলে কি ভেবে ?
পেয়ালা শেষ শেষ প্রায়,
তবু বৃষ্টি বেড়েই যায়।
থাকবে সে,
যেমনটি ছিলো আগে,
আমি আর তোমার বেলায়।