আমি আঁধারেই হেঁটে বুঝেছি,
আলোর মূল্য কত?
দু’বেলা দু’মুঠো অন্ন লোভে,
শরীর করেছি ক্ষত।
আমি আঁচ করতে পারিনি,
যখন ছিলেম মা’য়ের আঁচলে।
বাস্তব কত শক্ত লৌহ,
যা গলে’না অশ্রু জলে।
বিবেকের কাধেঁ দায়িত্ত্ব শত,
শরীরের কাধেঁ ক্লান্ত।
হেটেঁ হেটেঁ আমি শেষ মুহূর্তে,
চোখ বুজেই সমাপ্ত।