তোর বেণী করা চুলে,
ধুলোর জমাট।
আঁচলে ঢেকে দেবে,
নেই পরিচিত হাত।
ঠিক যতটা হেটেছি পথে,
সময়টা জমা থলিতে,
জানি সবটা হাড়ালেও,
পারবোনা হাড়াতে তোকে।
হাতের তালুতে চিমটি এঁকেছিলো,
বৃষ্টি ভেজা ছাউনি তলে।
কাছের মুখটা আর ফিড়াবো না,
অভিমানের কোন ছলে।