নষ্ট জন্মের তীব্র প্রহর,
যন্ত্রনায় কাতর শরীর, সঙ্কুচিত লজ্জায় কোন পবিত্রতা।
নষ্ট বলছি কেন,ওর কি অপরাধ?
বলতে পারিস, তোর আঁচড়ে’র শিকার।
ভাবতে পারিস, কতটা নিরাপদ ছিলি যে আবরণে,
সে স্বজাতির উপর তোর নজর।
লোভে-লালসায় কেমন ফুলে-ফেপে ওঠে তোর প্রত্যেকটা আঁধার।
তোর মনে আছে, কনকতারা...
তোর আঙ্গুলে পেন্সিল চেপে তোকে অ-আ শিখাতো।
বুঝি অনেক বড় হয়েছিস,
নোংরা বাবা সাঁজতে’ও শিখেছিস
হয়তো অ এর “অলি”, “অজগর” কে রুপ দিয়েছিস “অশ্লীল” আর “অমানবিকতায়”