বিশেষ দ্রষ্টব্যের তলায়,
জন্মান্ধের আবির্ভাব।
খুঁটিয়ে খুঁটিয়ে বিভক্তিকরন, অথবা পার্থক্য
চোখ দুটো একদম মিলে যাচ্ছে,
কিন্তু, কি অদ্ভুদ...
ও চারদিক্কায় কালো দেখে আর আমি ছটা রঙ।
দিব দিব হৃৎপিণ্ডের ধাক্কা, তিন বেলায় দু’মুঠো করুণা,
ওর আজ থেকে আগামিকালে পদার্পণের সম্বল।
দুধের রঙ, ডালের স্বাদ, মমতার হাত-ও ছুঁয়ে পরখ করে,
বুঝি পৃথিবী’টা এমনই।