কোন দুরারোগ্য ব্যাধি নয়,
কঁপাল ঘামানো কয়েক ডিগ্রি জ্বর মাত্র।
চিরতার স্বাদ ভড় করেছে স্বাদনালী’তে,
যান্ত্রিক পাখা’ও লেপ্টে দিচ্ছে তার সহনীয় হাওয়ায়
অস্বস্থি, অবচেতন যেন নাকের ডগায় চেপে।
অন্তর্নিহিতে ছটফট অনুভূত,
বুঝি, এক পলক তোমায় দেখাই,
হাজার চামচ ঔষধ হতে শ্রেয় হবে আজ।
শ্রেয় হবে, একটু ভালোর দিকে নিতে।
তাপমাত্রার ঊর্ধ্বগতি কেমন তোমার ভয়ে উল্টো দিকে ছুটবে।
কেবল তোমার আহবানে, অসুস্থতা শরীর জুড়ে লুটোপুটি খেলছে
অধীর আগ্রহে খুলু খুলু দুটো চোখ, এই বুঝি নড়ে উঠলো দরজার কড়া।