মাথার মধ্য রোগ জমেছে,
বইছে রক্ত ধিরে।
কেউ আমাকে ধ্বংস করছে,
আপন মনের জোড়ে।
চোখের সামনে টোপ ফেলেছে,
মন খেয়েছে গিলে।
প্রান থাকিতেও মৃত আমি,
মরছি নিজের ভূলে।
মাশুল দিলেম সময় দিয়ে,
জীবন খাতা থেকে ।
রঙ্গ মঞ্চ বদলে গেলো,
বিষাদ এলো হাতে।
বিবেক আমায় মাইনে দিলো,
দুফোটা চোখ জল।
ভূলের সাগর অনেক বড়,
নেই কূল,নেই তল।
কেউ কি পারো?
হাতটা ধরো,
হাটতে চাইছি ফেড়।
নতুন আলো মাখবো গাঁ'য়ে,
আঁধার করে ভেঁদ।